জেসুস-আগুয়েরো-সানের গোলে লিভারপুলকে উড়িয়ে দিল সিটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2017 07:42 PM BdST Updated: 09 Sep 2017 10:27 PM BdST
গোল করায় দক্ষতা দেখালেন ব্রাজিলের গাব্রিয়েল জেসুস আর আর্জেন্টিনার সের্হিও আগুয়েরো। সঙ্গে জার্মান উইঙ্গার সাদিও মানের দারুণ ফিনিশিংয়ে লিভারপুলকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
Related Stories
ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। আগুয়েরোর গোলে এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করেন জেসুস। তার বদলি হিসেবে নামা সানের জোড়া গোলে বড় জয় পায় স্বাগতিকদের।

৩২তম মিনিটে ম্যাচে সমতা ফেরানো উচিত ছিল লিভারপুলের। ডি-বক্সে বল নিয়ে ঢুকে মোহামেদ সালাহ বাঁকানো শট নিলেও ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক এদেরসন। দুই মিনিট পর জেসুসের শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি মিনোলেও।
৩৭তম মিনিটে বিপজ্জনক খেলার জন্য সাদিও মানে লাল কার্ড দেখলে আরও চাপে পড়ে লিভারপুল। বলের নিয়ন্ত্রণ নিতে পা উঠিয়েছিলেন মানে। সেটা লাগে বল বিপদমুক্ত করতে ডি-বক্স ছেড়ে বেরিয়ে আসা এদেরসনের মুখে।
স্টেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের এদেরসনকে। বদলি হিসেবে ক্লাওদিও ব্রাভোকে নামান কোচ ইয়ুর্গেন ক্লপ।

বিরতির পর অষ্টম মিনিটে আবারও জেসুসের গোল। ফের্নান্দিনিয়োর থ্রু পাস ধরে আগুয়েরো গোলরক্ষককে একা পেয়েও নিজে শট না নিয়ে বাড়িয়েছিলেন বাঁয়ে থাকা আক্রমণভাগের সতীর্থকে।
৭৭তম মিনিটে বাঁজামাঁ মাঁদির ক্রসে পা বাড়িয়ে কাছের পোস্ট দিয়ে গোল করার পর যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন সানে।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের পয়েন্ট ৭।
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়