মোরাতা, কঁতের গোলে চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ দুই আসরের দুই চ্যাম্পিয়ন দলের লড়াইয়ে জিতেছে চেলসি। এবারের আসরে চার ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেয়েছে লেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 04:21 PM
Updated : 9 Sept 2017, 04:26 PM

শনিবার কিং পাওয়ার স্টেডিয়ামে চেলসির ২-১ ব্যবধানের জয়ে একটি করে গোল করেন আলভারো মোরাতা ও এনগোলো কঁতে। স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান জেমি ভার্ডি।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে আন্তোনিও কন্তের শিষ্যরা। পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে লেস্টারও। দুই দলই একাধিক সুযোগ হাতছাড়ার পর ৪১তম মিনিটে গোলের দেখা পায় চেলসি। আসপিলিকুয়েতার নিখুঁত ক্রসে মোরাতার বুলেট গতির হেড জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কঁতে। ৩০ গজ দূর থেকে গড়ানো কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।

থিবো করতোয়া ভার্ডিকে ফাউল করলে পেনাল্টি পায় লেস্টার। ৬২তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড নিজেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। তবে সমতা আর ফেরাতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট হলো চেলসির।

দিনের আরেক ম্যাচে বোর্নমাউথকে ৩-০ গোলে হারানো আর্সেনালের পয়েন্ট ৯।

দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ১০।

এছাড়া টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে এভারটনকে এবং ওয়াটফোর্ড ২-০ গোলে সাউথ্যাম্পটনকে হারিয়েছে।