পিএসজির হয়ে ইতিহাস গড়তে চান এমবাপে

ফ্রান্স ছাড়ার আগে পিএসজির হয়ে ইতিহাস গড়তে চান কিলিয়ান এমবাপে। এই জন্য ইউরোপের অনেক ক্লাবে না গিয়ে প্যারিসের ক্লাবটিতে নাম লিখিয়েছেন বলে জানালেন ফ্রান্সের তরুণ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2017, 02:01 PM
Updated : 3 Sept 2017, 02:01 PM

গত মৌসুমে মোনাকোর লিগ ওয়ান জয়ের পথে বড় অবদান ছিল  ১৮ বছর বয়সী এই স্ট্রাইকারের। ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় করেন ২৬টি গোল। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল খেলে তার দল।

এবারের দল বদলে মোনাকোর তরুণ এই খেলোয়াড়কে দলে টানতে আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আর্সেনালের মতো ক্লাব।

বৃহস্পতিবার এক মৌসুমের জন্য ধারে এই খেলোয়াড়কে দলে টানে ছয়বারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। চুক্তিতে প্রায় ১৮ কোটি ইউরো ট্রান্সফার ফিতে স্থায়ীভাবে এই খেলোয়াড়কে নিতে পারার সুযোগও রয়েছে।

ক্যারিয়ারের একেবারে শুরুতে নিজ দেশে থাকার এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন এমবাপে।

“বড় মাপের খেলোয়াড়রা তাদের নিজ দেশে ইতিহাস গড়ে। প্যারিসে এলে আপনি এমন একটি ক্লাবে থাকবেন যাদের বিশ্বের সেরা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা আছে, যারা সব প্রতিযোগিতায় খেলতে চায়।”

“পিএসজির হয়ে ইতিহাস গড়তে আমি যা পেয়েছি তার সবটুকুই দিব। নেইমারের সঙ্গে খেলা অসাধারণ কিছু। পিএসজি এরই মধ্যে আমাকে আগ্রহী করে তুলেছে। কিন্তু নেইমার বাড়তি একটা উৎসাহ।”

মোনাকোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করলেন এমবাপে।

“আমি কখনোই মোনাকোকে ভুলবো না। আমি সবসময় ক্লাবটির প্রতি কৃতজ্ঞ থাকবো।”