কষ্টে কাট এড়ালেন সিদ্দিকুর

ভারতে টেক সলিউশন মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডে বেশি এগোতে পারেননি সিদ্দিকুর রহমান। কষ্টে কাট এড়িয়ে পরের রাউন্ডে উঠেছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2017, 01:55 PM
Updated : 4 August 2017, 01:55 PM

বেঙ্গালুরুর কনার্টক গলফ অ্যাসোসিয়েশন কোর্সে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে দুটি করে বার্ডি ও বোগি মারেন সিদ্দিকুর।

দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট বেশি খেলে এগারো জনের সঙ্গে ৪৯তম স্থানে থেকে তৃতীয় রাউন্ডে উঠেছেন সম্প্রতি পোরশে ইউরোপিয়ান ওপেনে তৃতীয় হওয়া এই গলফার।

কাট পেরিয়ে পরের রাউন্ডে ওঠা সর্বশেষ জন পারের চেয়ে তিন শট বেশি খেলেছেন।

প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে যৌথভাবে ৭০তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।

এশিয়ান ট্যুরের তিন লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে এগারো শট কম খেলে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডে পুম সাকসানসিন।