সবুজের গোলে মোহামেডানকে হারাল চট্টগ্রাম আবাহনী

গত মৌসুমে ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে চট্টগ্রাম আবাহনীকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় এনে দিলেন তৌহিদুল আলম সবুজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2017, 04:10 PM
Updated : 3 August 2017, 04:10 PM

ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল গত লিগে রানার্সআপ হওয়া চট্টগ্রামের দলটি। অন্যদিকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছিল মোহামেডান।

দুপুরের ভারী বর্ষণে বৃহস্পতিবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ কর্দমাক্ত ও ভারী হয়ে ওঠে। তবে শুরু থেকে মোহামেডানের ওপর ছড়ি ঘোরাতে থাকে চট্টগ্রাম আবাহনী।

চোটের কারণে নির্ভরযোগ্য ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি মাঠ ছাড়লে মোহামেডান আরও ব্যাকফুটে চলে যায়। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা আফিজ ওলাওলে ওলাডিপো সুযোগ নষ্ট করলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া হয়নি চট্টগ্রামের দলটির।

ঘটনাবহুল দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় চট্টগ্রাম আবাহনী। ৬৮তম মিনিটে জাহিদ হোসেনের কর্নারে সুশান্ত ত্রিপুরা হেড করার পর বুক দিয়ে বল নামিয়ে সোহেল রানার ভলি প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে লাগে। এরপর গোলমুখে বল পেয়ে যান সবুজ। গোলরক্ষক মামুন খান ঝাঁপিয়ে পড়লেও এই ফরোয়ার্ডের দ্রুত শুয়ে পড়ে নেওয়া শট আটকাতে পারেননি।

গত মৌসুমে মোহামেডানের হয়ে আট গোল করা সবুজের চলতি লিগে চট্টগ্রাম আবহনীর হয়ে এটি দ্বিতীয় গোল।

৭৪তম মিনিটে ওলাডিপোকে তুলে নিয়ে মুফতা লাওয়ালকে নামান চট্টগ্রাম আবাহনী কোচ। মাঠ ভারী হওয়ায় খেলার গতিও কমতে থাকে। ৮০তম মিনিটে সবুজের আরেকটি প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি।

ছয় মিনিট পর তর্কে জড়িয়ে পড়েন দুই অধিনায়ক জাহিদ ও ফয়সাল মাহমুদ। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। একটু পর সবুজকে তুলে শাখাওয়াত হোসেন রনিকে নামান টিটো। রনি ব্যবধান বাড়াতে না পারলেও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টিটোর দল।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে নুরুল আবসারের একমাত্র গোলে টিম বিজেএমসিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।