ম্যানসিটি থেকে সেভিয়াতে ফিরলেন নাভাস

ম্যানচেস্টার সিটির হয়ে চার বছর খেলার পর ফ্রি ট্রান্সফারে শৈশবের ক্লাব সেভিয়াতে ফিরেছেন উইঙ্গার হেসুস নাভাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 01:35 PM
Updated : 1 August 2017, 01:35 PM

সেভিয়া থেকে ২০১৩ সালের জুনে প্রায় এক কোটি ৬৭ লাখ ইউরোতে সিটিতে যোগ দিয়েছিলেন তিনি।

চার বছরে সিটির হয়ে ১৭৩ ম্যাচ খেলে আটটি গোল করেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়। তবে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র ২৪ ম্যাচ খেলার সুযোগ পান এই স্প্যানিয়ার্ড।

২০০৬ ও ২০০৭ সালে সেভিয়ার উয়েফা কাপ জয়ী দলের সদস্য ছিলেন নাভাস। স্পেনের ক্লাবটির হয়ে প্রথম ধাপে ৩৯৩টি ম্যাচ খেলেছেন তিনি।

সেভিয়ার হয়ে আর ২৭টি ম্যাচ খেলতে পারলে স্বদেশের ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন নাভাস।