২০২৮ অলিম্পিক আয়োজনে রাজি লস অ্যাঞ্জেলেস, ২০২৪ প্যারিসে

২০২৪ অলিম্পিকের স্বাগতিক হওয়ার দাবি থেকে সরে এসেছে লস অ্যাঞ্জেলেস। এখন ২০২৮ সালের আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 11:33 AM
Updated : 1 August 2017, 11:33 AM

ফলে ২০২৪ সালের অলিম্পিক আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিস ছাড়া আর কোনো প্রার্থী রইল না।

প্রথমদিকে, ২০২৪ এর আসর আয়োজন করতে আগ্রহী ছিল অনেকগুলো শহর। পরে অন্যরা সরে দাঁড়ালে রয়ে যায় প্যারিস ও লস অ্যাঞ্জেলেস।

গত জুনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) টানা দুটি আসরের স্বাগতিক বেছে নিতে ভোট দেয়- যে লড়াইয়ে শুধু ছিল প্যারিস ও লস অ্যাঞ্জেলেস। কিন্তু কোন নগরী কোন আসর আয়োজন করবে, বিষয়টি নির্ধারণ হয়নি।

দুটি শহরই ২০২৪ সালের আসর আয়োজন করতে চেয়েছিল।

লস অ্যাঞ্জেলেসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইওসি। এজন্য আয়োজক কমিটিকে ১৮০ কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে তারা।

লস অ্যাঞ্জেলেস আয়োজক কমিটির সভাপতি ক্যাসি ওয়াসেরম্যান এর আগে জানিয়েছিলেন, অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনে উভয় শহর এখন একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

লস অ্যাঞ্জেলেস মেয়র এরিক গারসেত্তি বলেন, "আমরা ২০২৮ সালে এই গেমস ফিরিয়ে আনছি।"

এর আগে ১৯৩২ ও ১৯৮৪ সালে অলিম্পিক আয়োজন করেছিল লস অ্যাঞ্জেলেস।

২০২০ সালে অলিম্পিকের আগামী আসর বসবে জাপানের টোকিওতে।