পোরশে ওপেনে তৃতীয় সিদ্দিকুর

পোরশে ওপেনের শেষটা বেশ ভালো হলো সিদ্দিকুর রহমানের। ইউরোপিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের শেষ দিনে দারুণ খেলে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2017, 03:17 PM
Updated : 30 July 2017, 07:22 PM

জার্মানির হামবুর্গের গ্রিন ইগল গলফ কোর্সে রোববার চতুর্থ ও শেষ রাউন্ডে চারটি বার্ডিতে পারের চেয়ে চার শট কম খেলেন সিদ্দিকুর।

২০ লাখ ইউরো প্রাইজমানির এ আসরে সব মিলিয়ে ১১ শট কম খেলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

প্রথম রাউন্ডে সাদামাটা পারফরম্যান্সের পর দ্বিতীয় রাউন্ডে দারুণ খেলে তৃতীয় রাউন্ডে উঠে এসেছিলেন সিদ্দিকুর। তৃতীয় দিন পিছিয়ে পড়লেও শেষ রাউন্ডে সমানে সমানে লড়ে শেষ পর্যন্ত আরেক গলফারের সঙ্গে যৌথভাবে পান তৃতীয় স্থান।

দারুণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত সিদ্দিকুর জানান, এতটা ভালো তিনি নিজেও আশা করেননি।

“এটা আসলেই আমার জন্য দারুণ দিন ছিল। আমি এটা আজ আশা করিনি। আমি খুব ভাগ্যবান যে আমার শটগুলো ভালো হচ্ছিল। বিশেষ করে চার দিন ধরে পাটিং খুব-খুব ভালো হচ্ছিল। তাই আজকের রাউন্ড নিয়ে আমি খুব বেশি খুশি।”

প্লে অফে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের আলেক্সঁদ লেভিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের জর্ডান স্মিথ।

চতুর্থ রাউন্ড শেষে দুই জনই পারের চেয়ে ১৩ শট কম খেলেছিলেন।