ইউনাইটেডের আরও খেলোয়াড় দরকার: মরিনিয়ো

নতুন মৌসুম শুরুর আগে দলের শক্তি বাড়াতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোসে মরিনিয়ো। সে লক্ষ্যে কম করে হলেও আরও একজন খেলোয়াড় কিনতে চান পর্তুগিজ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 10:09 AM
Updated : 21 July 2017, 10:09 AM

২০১৬-১৭ মৌসুম শেষে মরিনিয়ো জানিয়েছিলেন, চার জন নতুন খেলোয়াড় চান তিনি। তবে এখন পর্যন্ত রোমেলু লুকাকু ও ভিক্তর লিন্দেলোফকেই শুধু দলে আনতে পেরেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

গণমাধ্যমের খবর অনযায়ী, ইন্টার মিলানের উইঙ্গার ইভান পেরিসিচ, টটেনহ্যামের এরিক ডিয়ের ও নেমানিয়া মাতিচের প্রতি আগ্রহী ইউনাইটেড।

হিউস্টনে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইউনাইটেডের ২-০ গোলে জয়ের পর মরিনিয়োর কাছে এ প্রসঙ্গে জানতে চায় সাংবাদিকেরা। 

জবাবে তিনি বলেন, "আমি জানি না, আমি জানি না। খেলোয়াড় কেনার বিষয়টি আমার নিয়ন্ত্রনে নয়।"

"সময়মতো লুকাকু, লিন্দেলোফকে এখানে আনার কৃতিত্ব আমার নয়। কৃতিত্বটা এডওয়ার্ড উডওয়ার্ডের (ইউনাইটেডের নির্বাহী সহ-সভাপতি)। খুব গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড়কে আমাদের এখানে আনতে অসাধারণ কাজ করায় তাকে ধন্যবাদ জানাই।"

ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ওয়েস্ট হ্যামের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলোও দারুণ সব খেলোয়াড় কিনছে। তাই কদিন বাদে শুরু হতে যাওয়া প্রতিযোগিতামূলক ফুটবলে নামার আগে দলকে আরও সমৃদ্ধ করতে চান মরিনিয়ো।