রোনালদো ইউনাইটেডের জন্য ‘মিশন ইম্পসিবল’

রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্তিয়ানো রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরিয়ে আনা অসম্ভব বলে মনে করেন কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 10:43 AM
Updated : 16 July 2017, 10:45 AM

সম্প্রতি সংবাদ মাধ্যমে জোরালো গুঞ্জন শোনা যায়, রিয়াল ছাড়তে পারেন রোনালদো। আর ৩২ বছর বয়সী এই খেলোয়াড়কে পেতে আগ্রহী ইউনাইটেড ও পিএসজি।

কিন্তু শনিবার লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-২ গোলের জয়ের পর ইউনাইটেড কোচ মরিনিয়ো জানান, রোনালদোকে দলে ফেরানোর কোনো সুযোগ নেই তার ক্লাবের।

“আমরা কখনই এটা নিয়ে চিন্তা করিনি। কারণ, সে তার ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। … আমরা এমন কোনো কারণ খুঁজে পাইনি যে, রোনালদো ক্লাব ছাড়তে পারে বলে আমরা ভাবতে পারি।”

“যাদেরকে দলে নেওয়াটা মিশন ইম্পসিবল, তাদের পিছনে ছুটে আমি আমার ক্লাবের সময় নষ্ট করব না।”

চারবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা রোনালদো ২০০৯ সালে রিয়ালে নাম লেখানোর আগে ছয় মৌসুম ছিলেন ইউনাইটেডে। ক্লাবটির হয়ে তিনটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জেতা রোনালদো ওখানে থাকতেই জিতেছিলেন প্রথম বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।