হকির ক্যাম্পে ডাক পেলেন রানা-পিন্টু

এশিয়া কাপ সামনে রেখে হওয়া হকির ক্যাম্পে ডাক পেয়েছেন অভিজ্ঞ দুই খেলোয়াড় ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান রানা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2017, 03:51 PM
Updated : 7 July 2017, 03:51 PM

শুক্রবার সিলেকশন কমিটির সঙ্গে কোচের সভা হয়। ওই সভার পর হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক ডিফেন্ডার পিন্টু ও মিডফিল্ডার রানার ক্যাম্পে ডাকার কথা সাংবাদিকদের জানান।
 
“কোচের চাওয়াকে গুরুত্ব দিয়ে আমরা তাদেরকে ডেকেছি। কাল তারা দুজন ক্যাম্পে যোগ দেবে।”
 
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ক্যাম্পে ঠাঁই মেলেনি রাসেল মাহমুদ জিমির। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ফেরানোর সম্ভাবনা নিয়ে গুঞ্জন আছে। তবে সাদেক জানালেন, জিমির বিষয়ে কার্যনির্বাহী কমিটিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
 
আগামী ১২ অক্টোবরে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে এশিয়া কাপের পরের আসর। আট দলের এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান সবাই স্বাগতিক বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে।