জাতীয় হকি থেকে শিরোপাধারী ফরিদপুরের বিদায়

জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফরিদপুর জেলা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 01:40 PM
Updated : 8 May 2017, 01:40 PM

বাংলাদেশ হকি ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে চট্টগ্রামের কাছে ৩-১ গোলে হারে ফরিদপুর। জয়ী দলের সহিদুল ইসলাম দুটি ও থুইনু মারমা একটি গোল করেন। ফরিদপুরের একমাত্র গোলদাতা ইমরান।

১ নম্বর গ্রুপ থেকে ঢাকা শিক্ষা বোর্ড ও ৫ নম্বর গ্রুপ থেকে ময়মনসিংহ জেলা কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে। দুটি দলই টানা তিন জয়ে ৯ করে পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।

ময়মনসিংহ নিজেদের তৃতীয় ম্যাচে কুড়িগ্রামকে ৬-২ ব্যবধানে হারায়। দলের জয়ে মাশুক ও রাহাত দুটি করে গোল করেন। বাকি দুই গোলদাতা সৈকত ও হিমেল।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে নারায়ণগঞ্জকে ৬-১ গোলে হারায় ঢাকা শিক্ষা বোর্ড। প্রিন্স লাল সামন্ত ও তাহমিদ হক দুটি করে গোল দেন। এছাড়া পরিমল মার্ডি ও প্রমোদ দেওয়ান একটি করে গোল করেন।

অন্য ম্যাচে ইপুর জোড়া গোলে সাতক্ষীরার বিপক্ষে ৫-১ ব্যবধানে জিতেছে ঠাকুরগাঁও। জয়ী দলের অপর তিন গোলদাতা এককা, রাশিক ও সন্তোষ।