রিয়াল ও এসপানিওলের মাঠে বেশি আনন্দ পান পিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2017 04:06 PM BdST Updated: 30 Apr 2017 04:06 PM BdST
এসপানিওলের মাঠে পুরোটা সময় জুড়েই স্বাগতিক সমর্থকদের লক্ষ্য ছিল জেরার্দ পিকে। দশর্করা উত্ত্যক্ত করায় স্বাভাবিকভাবেই কিছুটা ক্ষুব্ধ বার্সেলোনার এই ডিফেন্ডার। তবে ম্যাচ শেষে জানালেন, প্রতিবেশীদের মাঠে খেলতে সবসময়ই তার খুব ভালো লাগে। আনন্দ পান চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠেও খেলে।
শনিবার রাতে এসপানিওলের মাঠে প্রথমার্ধে নিজেদের খুঁজে ফেরা বার্সেলোনা বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। লুইস সুয়ারেসের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। অন্য গোলটি ইভান রাকিতিচের।
অ্যাওয়ে ম্যাচে মূল্যবান জয় পাওয়ায় দারুণ খুশি পিকে।
“রিয়াল মাদ্রিদের মাঠের পাশাপাশি এই স্টেডিয়ামে খেলতে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই।"
“এসপানিওলের অধিকাংশ সমর্থক ভদ্র, তবে সবসময়ই কিছু উচ্ছৃঙ্খল দর্শক থাকে। তারা জীবনের হতাশাগুলো দূর করতে এখানে এসে চিৎকার করে। আমাকে কেবল ম্যাচে লক্ষ্য রাখতে হয়।”
কাতালান ডার্বিতে সবশেষ বার্সেলোনা হেরেছে আট বছর আগে, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে।
“আমরা চমৎকার একটি ম্যাচ খেলেছি, ১-০ হওয়ার আগ পর্যন্ত আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। সাধারণত আমরা এখানে ইতিবাচক ফলই পাই এবং আরও একবার আমরা তা করতে পেরেছি।”
এই জয়ের পর বার্সেলোনার পয়েন্ট ৩৫ ম্যাচে ৮১। সমান পয়েন্ট পেলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে তাই নিজেদের বাকি ৩ ম্যাচ জিতে অপেক্ষায় থাকতে হবে রিয়ালের ২ পয়েন্ট হারানোর।
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি