গোলশূন্য ড্র ম্যানচেস্টার ডার্বি

ম্যানচেস্টার সিটির কাছে লিগের প্রথম পর্বে হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য পূরণ হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে জয়ের দেখা পায়নি পেপ গুয়ার্দিওলার দলও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 09:13 PM
Updated : 27 April 2017, 09:44 PM

বৃহস্পতিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের দ্বিতীয় ‘ম্যানচেস্টার ডার্বি’ হয়েছে গোলশূন্য ড্র। এ নিয়ে লিগে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকলো রেড ডেভিলরা। গত সেপ্টেম্বরে ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জিতেছিল সিটি।

দ্বিতীয় পর্বের এই ড্রয়ের ফলে সেরা চারে থেকে লিগ শেষ করার দৌড়ে দুই দলের অবস্থান থাকলো আগের মতোই। ৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে গুয়ার্দিওলার দল সিটি। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম জোসে মরিনিয়োর ইউনাইটেড।

নিজেদের মাঠে প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা সিটি নবম মিনিটে গোল পেতে পারতো; কিন্তু দুর্ভাগ্য বাঁধ সাধে। ছয় গজ দূর থেকে সের্হিও আগুয়েরোর শট পোস্টে বাধা পায়।

২৫তম মিনিটে সিটি গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোর ভুলে ফাঁকায় বল পেয়েছিলেন হেনরিখ মিখিতারিয়ান। তবে পরমুহূর্তে চিলির এই গোলরক্ষকই দারুণ নৈপুণ্যে বাঁ-দিকে ঝাঁপিয়ে আর্মেনিয়ার মিডফিল্ডারের প্রচেষ্টা রুখে দেন। বিরতির ঠিক আগে সহজতম সুযোগটি পায় ইউনাইটেড। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশ করেন আন্দের এররেরা।

দ্বিতীয়ার্ধেও একইভাবে একচেটিয়া আক্রমণ করতে থাকে সিটি; তবে তার সবই ছিল অগোছালো। রক্ষণাত্মক হয়ে পড়া অতিথিদের ডি-বক্সে বল নিয়ে ঢুকতেই পারছিল না তারা।

প্রাণহীন ফুটবলে কিছুটা উত্তাপ ছড়ায় মারোয়ানি ফেলাইনির লাল কার্ড। ৮৪তম মিনিটে আগুয়েরোকে পিছন থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন, পরমুহূর্তে আর্জেন্টাইন স্টাইকারকেই মাথা দিয়ে গুঁতো মেরে বহিষ্কার হন বেলজিয়ামের এই মিডফিল্ডার।

চোট কাটিয়ে ফেরা গাব্রিয়েল জেসুসকে ৮৬তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের পরিবর্তে নামান গুয়ার্দিওলা। মাঠে নামার তিন মিনিট পরই হলুদ কার্ড দেখেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ে আগুয়েরোর ক্রস থেকে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন জেসুস। কিন্তু অফসাইডের বাঁশিতে তার উদযাপন থেমে যায়।      

৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আন্তোনিও কোন্তের দল চেলসি। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার।

এক ম্যাচ বেশি খেলা লিভারপুল ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।