মোনাকোকে উড়িয়ে ফরাসি লিগ কাপের শিরোপা পিএসজির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2017 12:27 PM BdST Updated: 02 Apr 2017 12:27 PM BdST
মোনাকোকে ৪-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফরাসি লিগ কাপের শিরোপা জিতেছে পিএসজি।
শনিবার রাতে লিঁওর ফাইনালে পিএসজির জয়ে এদিনসন কাভানি দুটি, ইউলিয়ান ড্রাক্সলার ও আনহেল দি মারিয়া একটি করে গোল দেন।
চতুর্থ মিনিটে ড্রাক্সলারের গোলে এগিয়ে যায় পিএসজি; জার্মানির এই মিডফিল্ডার অফসাইডে থাকলেও রেফারি তা ধরতে পারেননি। ২৭তম মিনিটে ২০ গজ দূর থেকে তমাস লেমারের শট ঠিকানা খুঁজে পেলে সমতায় ফেরে লিগ ওয়ানে পিএসজির চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা মোনাকো।
৪৪তম মিনিটে ড্রাক্সলারের বাড়ানো বল ধরে গোলরক্ষককে পরাস্ত করে পিএসজিকে এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দি মারিয়া। ১৮ গোল দিয়ে টানা ছয় ম্যাচ জিতে এই ম্যাচে আসা মোনাকো এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।
দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন কাভানি। ৫৪তম মিনিটে মার্কো ভেরাত্তির বাড়ানো বল নিখুঁত ভলিতে জালে জড়ানোর পর ৯০তম মিনিটে দি মারিয়ার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের ফরোয়ার্ড। চলতি মৌসুমে ৪০টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৪০ গোল হলো কাভানির।
এ নিয়ে সপ্তমবারের মতো লিগ কাপের শিরোপা জিতল পিএসজি। ২০০৩ সালের প্রথম এই শিরোপার স্বাদ পাওয়া মোনাকোর দ্বিতীয় শিরোপার অপেক্ষা বাড়ল আরও।
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
টিভিতে আজ
-
গ্র্যান্ড স্ল্যামে ফিরেই জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি