মেসির নিষেধাজ্ঞা বাড়াবাড়ি: পিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2017 06:56 PM BdST Updated: 29 Mar 2017 07:19 PM BdST
লিওনেল মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা কিছুতেই মানতে পারছেন না জেরার্দ পিকে। বার্সেলোনার এই ডিফেন্ডারের মতে, আর্জেন্টিনা অধিনায়কের উপর ফিফার এই শাস্তি তার অপরাধের চেয়ে বেশি।
চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার দায়ে মঙ্গলবার বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসিকে শাস্তি দেয় ফিফা।
ওই ম্যাচের শেষ দিকে মেসির বিরুদ্ধে ফাউলের নির্দেশ দেয় রেফারি। এরপর লাইন্সম্যানকে লক্ষ্য করে বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডকে হাত নেড়ে ক্ষোভ প্রকাশ ও চিৎকার করতে দেখা যায়। ম্যাচ শেষে এই অফিসিয়ালের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানান আর্জেন্টিনা অধিনায়ক।
তবে ম্যাচের প্রতিবেদনে ঘটনাগুলোর উল্লেখ করেননি রেফারি। পরে ভিডিও ফুটেজ দেখে মেসি কোনো আপত্তিজনক কথা বলেছে কি-না এ ব্যাপারে ম্যাচ অফিশিয়াল ও আর্জেন্টিনা ফুটবল সংস্থার কাছে জানতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে তাকে শাস্তি দেয় ফিফা।

ম্যাচটির পর এই ডিফেন্ডার বলেন, "আমি ফিফার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করার লোক নই। তবে মেসিকে দেওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি আমার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে।"
মেসিকে ছাড়া লা পাসে খেলতে নেমে ২-০ গোলে হেরে গেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই পরাজয়ে আর্জেন্টনার জন্য ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে মূল পর্বে আর্জেন্টিনার খেলা নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা।
১৪ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দলটি।
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে