'ইউভেন্তুসের বিপক্ষে সংগ্রাম করতে হবে মেসিদের'

অনেকের মতে, ইউভেন্তুস-বার্সেলোনার দ্বৈরথটা হতে যাচ্ছে সেরা রক্ষণের বিপক্ষে বিশ্বসেরা আক্রমণভাগের লড়াই। ইতালির ক্লাবটির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফেরও বিশ্বাস, দানি আলভেস-জর্জো কিয়েল্লিনিদের বিপক্ষে গোল পেতে সংগ্রাম করতে হবে শেষ ষোলোয় ইতিহাস গড়া স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 09:22 AM
Updated : 19 March 2017, 09:22 AM

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬টি গোল করেছে বার্সেলোনা। বিপরীতে মাত্র দুটি গোল খেয়েছে ইউভেন্তুস। ইতালির সাবেক গোলরক্ষক জফের মতে, লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেসে গড়া আক্রমণভাগকে রুখে দেওয়ার সামর্থ্য তার উত্তরসূরিদের আছে।

২০১৫ সালের ফাইনালে ইউভেন্তুসকে ৩-১ ব্যবধানে হারিয়ে ট্রেবল পূরণ করেছিল লুইস এনরিকের বার্সেলোনা।

এবারও সেই কীর্তি পুনরাবৃত্তির পথে দারুণভাবে এগিয়ে চলেছে বার্সেলোনা। মাঝে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ ব্যবধানে হেরে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা। তবে ফিরতি পর্বে কাম্প নউয়ে ৬-১ ব্যবধানে জিতে সেরা প্রত্যাবর্তনের ইতিহাস গড়ে তারা

জফের বিশ্বাস, পিএসজির মতো ইউভেন্তুসের জালে কখনোই এমন গোল উৎসব করতে পারবে না মেসিরা-নেইমাররা।

ইউভেন্তুসের হয়ে ছয়টি সেরি আ শিরোপা জেতা এই সাবেক গোলররক্ষক কাতালুনিয়া রেডিওকে বলেন, "ইউভেন্তুসের বিপক্ষে এমনটা কখনোই হবে না। তাদের (বার্সেলোনা) পক্ষে এরকম আবার করা সম্ভব হবে না।”

“মেসি-নেইমার ও সুয়ারেস ত্রয়ী অনেক সমস্যা তৈরি করতে পারে; কিন্তু আমরাও ইউভ এবং জানি, কিভাবে ডিফেন্ড করতে হয়।”

প্রতিআক্রমণে বার্সেলোনাকে বিপদে ফেলার মতো সামর্থ্যও ইউভেন্তুসের আছে বলে জানান জফ, “ইউভেন্তুসের সব খেলোয়াড়ই বিপজ্জনক। পাওলো দিবালা এবং গনসালো হিগুয়াইন চমৎকার কিন্তু আমাদের মূল শক্তির জায়গাটা রক্ষণ।”

আগামী ১১ এপ্রিল ইউভেন্তুসের মাঠে হবে প্রথম লেগ। আর ১৯ এপ্রিল পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে হবে ফিরতি পর্ব।