দুই আর্জেন্টাইনের হ্যাটট্রিকে ইন্টারের গোল উৎসব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2017 10:44 PM BdST Updated: 12 Mar 2017 10:44 PM BdST
মাওরো ইকার্দি ও এভার বানেগার দুর্দান্ত নৈপুন্যে আতালান্তাকে গুঁড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। আর্জেন্টিনার এই দুই তারকার হ্যাটট্রিকে বিশাল জয়ে সেরি আর পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে দলটির।
প্রতিপক্ষের মাঠে রোববার ৭-১ গোলের বিশাল জয় পায় ইন্টার।
ম্যাচের শুরুতেই আধিপত্য দেখানো ইন্টার ১৭তম মিনিটে ইকার্দির গোলে এগিয়ে যায়। ৯ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূরণ করেন এই স্ট্রাইকার। এবারের লিগে তার মোট গোল হলো ২০টি। দুই গোল বেশি নিয়ে তালিকার শীর্ষে আছেন তোরিনোর আন্দ্রেয়া বেলোত্তি।
ইকার্দির দেখানো পথে দলকে এগিয়ে নেন বানেগা। ৩১, ৩৪ ও ৬৭তম মিনিটে গোল তিনটি করেন এই মিডফিল্ডার। দলের অপর গোলটি করেন রবের্তো গালিয়ার্দিনি।


স্বাগতিক দলের সান্ত্বনাসূচক গোলটি করেন রেমো ফয়লা।
এই জয়ে ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ওঠে এসেছে ইন্টার। ৭০ পয়েন্ট নিয়ে শিরোপার পথে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস।
দিনের অপর ম্যাচে অতিথি ক্রোতোনেকে ৩-০ গোলে হারিয়েছে নাপোলি। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬০।
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত