বিশ্বকাপের আগে ব্রাজিলের মুখোমুখি জার্মানি

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জার্মানি যাবে মুকুট ধরে রাখার মিশন নিয়ে। তারই প্রস্তুতি হিসেবে ব্রাজিল ও স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ইওয়াখিম লুভের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 09:22 AM
Updated : 11 March 2017, 09:38 AM

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানায়, আগামী বছরের ২৩ মার্চ ‍ডুসেলডর্ফে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে তারা। চার দিন পর বার্লিনে বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে হবে দ্বিতীয় ম্যাচটি।

২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জার্মানি। মারাকানার ওই ম্যাচে স্বাগতিকদের ৭-১ গোলে গুঁড়িয়ে ফাইনালে উঠেছিল গোটশে-মুলাররা। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে লাতিন আমেরিকা থেকে শিরোপা নিয়ে ফিরেছিল জার্মানি।

ডিএফপি সভাপতি রাইনহার্ড গ্রিনডেল স্পেন ও ব্রাজিলের বিপক্ষের দুটি প্রীতি ম্যাচ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তার বিশ্বাস, রাশিয়া বিশ্বকাপের উন্মাদনার আঁচ কিছুটা হলেও দেবে প্রীতি ম্যাচ দুটি।