বার্সার রেকর্ড নিজের করে নিল রিয়াল

ঘরের মাঠে হোঁচট খাওয়ার ম্যাচে একটা রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। স্পেনের ক্লাবগুলোর মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সর্বোচ্চ ৪৫ ম্যাচে গোল করার কীর্তি গড়েছে জিনেদিন জিদানের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2017, 11:13 AM
Updated : 2 March 2017, 11:13 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে লাস পালমাসের বিপক্ষে অষ্টম মিনিটে মাতেও কোভাসিচের রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ইসকো। তাতেই হয়ে যায় টানা ম্যাচে গোল করার নতুন রেকর্ড।

১৯৪৪ সালে টানা ৪৪ ম্যাচে গোল করে রেকর্ডটি গড়েছিল বার্সেলোনা। গত শনিবার ভিয়ারিয়ালের মাঠে রোমাঞ্চকর জয়ের দিনে চিরপ্রতিদ্বন্দ্বীদের রেকর্ডটি স্পর্শ করে রিয়াল।

এর আগে সবশেষ রিয়ালকে গোল করা থেকে রুখতে পেরেছিল ম্যানচেস্টার সিটি। গত বছরের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

দুই লেগের সেই লড়াইয়ে শেষ পর্যন্ত অবশ্য স্পেনের সফলতম ক্লাবটিকে রুখতে পারেনি সিটি। ফিরতি লেগে ১-০ গোলে জিতে ফাইনালে ওঠে রিয়াল। পরে শিরোপাও জেতে রোনালদো-বেলরা।

সমর্থকদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বীদের রেকর্ড ভাঙার কীর্তি গড়লেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় জিদানের দলকে। পালমাসের বিপক্ষে একসময় দুই গোলে পিছিয়ে পড়া দলটি শেষ দিকে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে কোনোমতে হার এড়ায়। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

পয়েন্ট হারানোয় লিগ টেবিলেও শীর্ষস্থান হারিয়েছে রিয়াল। বুধবারের অন্য ম্যাচে স্পোর্তিং গিহনকে হারানো বার্সেলোনা ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৫৬।