মোহামেডানের প্রশংসা চট্টগ্রাম আবাহনী কোচের

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে জয়ে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি শিরোপাধারী চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তাই প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি চট্টগ্রাম আবাহনী কোচ সাইফুল বারী টিটো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2017, 03:44 PM
Updated : 22 Feb 2017, 03:51 PM

এমএ আজিজ স্টেডিয়ামে বুধবারের ড্রয়ের পর ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে চট্টগ্রাম আবাহনী। একই দিনে প্রথম ম্যাচে মানাং মার্সিয়াংদিকে ৩-১ গোলে হারানো শাহিন আসমায়ের পয়েন্ট ৩; মানাং মার্সিয়াংদির পয়েন্টও ৩। নেপালের দলটির কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা মোহামেডান ১ পয়েন্ট নিয়ে সেরা চারে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে।

মোহামেডানকে হারাতে পারলে সেরা চারে এক পা দিয়ে রাখতে পারত চট্টগ্রাম আবাহনী। সেটা না পারায় হতাশ হলেও প্রতিপক্ষকে প্রাপ্য প্রশংসা করেন টিটো।

“মোহামেডান জিততে পারত। ম্যাচটা জেতার জন্য যে মানসিকতা থাকা দরকার ছিল, সেখানে আমরা পিছিয়ে ছিলাম। মোহামেডান ভালো খেলেছে। তাদের জয়ের আকাঙ্খাটা ছিল। আসলে আজ আমাদের কোনো কৌশল কাজে লাগেনি।”

ভালো খেলেও গোল না পাওয়ার হতাশা আছে মোহামেডান কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর। তবে দলকে আগলে রাখছেন তিনি।

“ছেলেদের কোনো দোষ দিচ্ছি না। ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল কিন্তু আমরা জিততে পারতাম। জয় না পাওয়ায় অবশ্যই হতাশ।”

“গ্রুপে আমাদের শেষ ম্যাচটা শাহিন আসমায়ের বিপক্ষে। সেমিতে উঠতে হলে এ ম্যাচে আমাদের অবশ্যই জিততে হবে। এখন পরের ম্যাচটা নিয়ে ভাবছি আমরা।”