'দিবালা ব্যালন ডি'অর জিততে পারবে'

সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য পাওলো দিবালা সমালোচনার মুখে পড়লেও তার সক্ষমতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই মাস্সিমিলিয়ানো আলেগ্রির। বরং ইউভেন্তুসের কোচের বিশ্বাস, এক দিন ব্যালন ডি'অর জিতবে এই আর্জেন্টাইন তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2017, 03:22 PM
Updated : 4 Feb 2017, 03:22 PM

২০১৫-১৬ মৌসুমে ৩৪ ম্যাচ খেলে ১৯ গোল করে ইউভেন্তুসের সেরি আর শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন দিবালা। গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

কিন্তু এ মৌসুমে দিবালার ফর্ম আশানুরূপ নয়। সম্প্রতি আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসার কণ্ঠেও ফুটে ওঠে বিষয়টি। তবে তাতে মোটেও চিন্তিত নন আলেগ্রি। ২৩ বছর বয়সী এই খেলোয়াড় একদিন বার্সেলোনা তারকা লিওনেল মেসির মতোই মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছাবে বলে বিশ্বাস তার।

মাঝে চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন দিবালা। তার ধারাবাহিক ভালো খেলতে না পারার এটা অন্যতম কারণ বলেও মনে করেন আলেগ্রি।

রোববার লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আলেগ্রি বলেন, "(ইউভেন্তুসে) এটা তার দ্বিতীয় বছর, তাই মানুষ তার কাছ থেকে আরও বেশি আশা করে। বড় খেলোয়াড় হওয়ার পথে এটা একটা চাপ।"  

"এক দিন ব্যালন ডি'অর জেতার মতো গুণ তার আছে।"