শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ নাদাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2017 08:09 PM BdST Updated: 27 Jan 2017 09:09 PM BdST
রোমাঞ্চকর লড়াইয়ে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল। শিরোপা লড়াইয়ে ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকার প্রতিপক্ষ দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার।
মেলবোর্ন পার্কে শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে চার ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৫-৭, ৭-৬, ৬-৭, ৬-৪ গেমে জেতেন নবম বাছাই নাদাল।
নবমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে দেখা যাবে ফেদেরার-নাদাল দ্বৈরথ। ২০১১ সালের ফরাসি ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা।

“আবারও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার স্বপ্ন আমি কখনও দেখিনি।”
ফেদেরারে সঙ্গে আরেকটি ফাইনালের লড়াই প্রসঙ্গে ৩০ বছর বয়সী এই তারকা বলেন, “আমাদের দুজনের জন্যই আবারও বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলাটা বিশেষ কিছু। আমাদের দুজনের কেউই হয়তো ভাবেনি যে আবারও আমরা ফাইনালে উঠব।”
হাঁটুর চোটের কারণে ছয় মাস বাইরে থাকার পর এই টুর্নামেন্ট দিয়েই কোর্টে ফিরেন ফেদেরার সপ্তদশ বাছাই হিসেবে। আর গত দুই বছর ধরে বারবার চোটে পড়ছিলেন ফরাসি ওপেনে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন নাদাল।

৩৫ বছর বয়সী ফেদেরারের রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার শেষটি ২০১২ সালের উইম্বলডন।
পুরুষ ও মহিলা এককের ফাইনালে ওঠা চারজনের সবার বয়সই ৩০ কিংবা তার বেশি। শনিবার মেয়েদের ফাইনালে খেলবেন ৩৬ বছর বয়সী ভেনাস উইলিয়ামস ও ৩৫ বছর বয়সী সেরেনা উইলিয়ামস।
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ঝড়ের আভাস দিয়ে বিদায় নিলেন এনামুল
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন