নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন স্প্যানিশ এই ফুটবলার।
অ্যানফিল্ডে দুই দলের তৃতীয় রাউন্ডের আগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। সেবার নিয়মিত একাদশের দশ খেলোয়াড় বদলে নিজেদের ইতিহাসে সবচেয়ে তরুণ দল নামিয়েছিল লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলকে রুখে দিয়েছিল আর্গাইল।
বুধবার রাতে রিপ্লে ম্যাচে লিভারপুলকে কাঙ্ক্ষিত গোলটি অষ্টাদশ মিনিটে এনে দেন লেইভা। স্বদেশি ফিলিপে কৌতিনিয়োর কর্নার দারুণ হেডে বল লক্ষে পৌঁছে দেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
২০০৭ সাল থেকে লিভারপুলের হয়ে খেলা লুকাস সর্বশেষ গোল করেছিলেন ২০১০ সালের সেপ্টেম্বরে; ইউরোপা লিগে স্তুয়া বুখারেস্টের বিপক্ষে। দিনের হিসেবে দুই হাজার ৩১৬ দিন পর গোল করলেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।
৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু দিভক ওরিগির দুর্বল পেনাল্টি সহজেই রুখে দেন গোলরক্ষক।