বার্সা-রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম: পগবা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2017 03:29 PM BdST Updated: 17 Jan 2017 03:42 PM BdST
ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবার দাবি, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার সুযোগ পেয়েও আগ্রহ দেখাননি তিনি। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে দায়িত্ব শেষ হয়নি ভেবে স্পেনে না গিয়ে দ্বিতীয় মেয়াদে ইউনাইটেডে এসেছেন।
পগবা গত আগস্টে বিশ্বরেকর্ড গড়ে প্রায় সাড়ে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব ইউভেন্তুস থেকে ইউনাইটেডে নাম লেখান। এর আগেও ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ক্লাবটিতে এক মৌসুম ছিলেন এই মিডফিল্ডার।
২৩ বছর বয়সী পগবা এসএফআর স্পোর্টকে বলেন, “আমার নির্দিষ্ট কিছু লক্ষ্য থাকার কারণে আমি ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসি। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ।”
“আমি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনাতেও যোগ দিতে পারতাম, আমার ব্যাপারে তাদের আগ্রহ ছিল। কিন্তু ইউনাইটেডে ফিরে আসাটাই বেছে নিয়েছি কারণ আমি মনকে অনুসরণ করেছিলাম।”
ইউনাইটেড নিয়ে নিজের লক্ষ্যের কথাও শুনালেন পগবা।
“আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শিরোপা জিততে চাই। এখানে আমি কখনোই কিছু জিততে পারিনি। আমি সবসময় নিজেকে বলতাম, একদিন আমি ইউনাইটেডে ফিরব। ক্লাবটিকে আমি অনেক ভালবাসি এবং এখানে আমার অসমাপ্ত কাজ রয়েছে। আরও বেশি খেলার জন্য আমি (ইউনাইটেড) ছেড়ে গিয়েছিলাম। কিন্তু আমি অনুভব করতে পেরেছিলাম, এখানে আমার কাজ শেষ করতে পারিনি।”
“এমনকি আমি ট্রান্সফার ফির কথাও ভাবছি না। আমি এখানে ফুটবল খেলার জন্য এসেছি।”
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড