এবার ৩৯ দল নিয়ে শুরু জাতীয় যুব হকি

জাতীয় যুব হকিতে গতবারের তুলনায় এবার দল বেড়েছে তিনটি। মোট ৩৯ দল নিয়ে রোববার থেকে শুরু হবে যুব হকির ২৬তম আসর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 01:53 PM
Updated : 14 Jan 2017, 01:53 PM

বাংলাদেশ হকি ফেডারেশনে শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেএসপি ও বরিশাল জেলার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।

যুব হকির সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। গত আসরের রানার্সআপ ঢাকা জেলা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পঞ্চগড় জেলার।

‘ক’ ও ‘খ’ গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমি-ফাইনালে খেলবে। আগামী ৪ ফেব্রুয়ারি হবে দুটি সেমি-ফাইনাল; ফাইনাল ৬ ফেব্রুয়ারি।