সাবিনাকে নিয়ে দুর্ভাবনায় মালদ্বীপ কোচ

নিজের দলেও পাঁচ গোল করা তারকা ফাধাওয়া জাহির আছেন। কিন্তু মালদ্বীপ কোচ নাওকো কাওয়ামোতো বিশেষ ছক কষছেন গ্রুপ পর্বে পাঁচ গোল করা বাংলাদেশের ফরোয়ার্ড সাবিনা খাতুনকে নিয়ে!

ক্রীড়া প্রতিবেদক শিলিগুড়ি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2017, 10:57 AM
Updated : 1 Jan 2017, 11:31 AM

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাওয়া ৬-০ ব্যবধানের জয়ে একাই পাঁচ গোল করেছিলেন ২১ বছর বয়সী এই তারকা।

আগামী সোমবার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। গত আসরে গ্রুপ পর্বে ৩-১ গোলে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন সাবিনা।

গত এসএ গেমসেও মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন সাবিনার জাতীয় দলের সতীর্থ কৃষ্ণা রানী সরকার।

মালদ্বীপ কোচ সাবিনার গোল করার দক্ষতা সম্পর্কে আগে থেকেই জানেন। মালদ্বীপের একটি ফুটসাল টুর্নামেন্টে ২৬ গোল করেছিলেন বাংলাদেশের এই ফরোয়ার্ড।

“আমাদের চেয়ে দলীয় শক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের বেশি। ওদের অধিনায়ক সাবিনা (খাতুন) আমার খুব ঘনিষ্ঠ। প্রায়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে ওর সঙ্গে আমার ফুটবল নিয়ে আলোচনা হয়।”

“সাবিনার স্কোরিং ক্ষমতা খুব ভালো। চলতি আসরে যারা ভালো স্ট্রাইকার, তাদের মধ্যে সে অন্যতম।”

আফগানিস্তানকে উড়িয়ে দেওয়ার পর সাফের টানা তিনবারের চ্যাম্পিয়ন ভারতকে গ্রুপের শেষ ম্যাচে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের হাত ধরে প্রথমবারের মতো সাফে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও দেখায় বাংলাদেশ।

বাংলাদেশের কোচেরও প্রশংসা করেন কাওয়ামোতো

“বাংলাদেশের কোচ ছোটনও আমার খুব পরিচিত। মহিলা ফুটবল নিয়ে দারুণ কাজ করছে সে।”