জয় দিয়েই বছর শেষ চেলসি-ইউনাইটেডের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2016 11:15 PM BdST Updated: 31 Dec 2016 11:27 PM BdST
দারুণ ছন্দে ছুটে চলা চেলসি বছরের শেষটাও করলো জয়ের আনন্দে। প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেডও।
শনিবার ঘরের মাঠে স্টোক সিটিকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। আর জোসে মরিনিয়োর ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে মিডলসবরোকে।
স্ট্যামফোর্ড ব্রিজে জমজমাট লড়াইয়ে আভাস দেওয়া ম্যাচে ৩৪তম মিনিটে সেস ফাব্রেগাসের কর্নারে গ্যারি ক্যাহিলের হেডে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ডাচ ডিফেন্ডার ব্রুনো মার্টিন্সের গোলে সমতায় ফেরে স্টোক।
৫৭তম মিনিটে উইলিয়ানের গোলে ফের এগিয়ে যায় চেলসি। তবে এবারও এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের; ৬৪তম মিনিটে পিটার ক্রাউচের গোলে আবারও সমতায় ফেরে অতিথিরা। ২০১৫ সালের মে মাসের পর লিগে এই ইংলিশ স্ট্রাইকারের এটা প্রথম গোল।
স্টোকের দ্বিতীয়বার সমতায় ফেরার স্বস্তি এক মিনিটেই কেড়ে নেন উইলিয়ান। ফাব্রেগাসের পাস পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আর যোগ করা সময়ে এবারের লিগে নিজের চতুর্দশ গোল করে জয় নিশ্চিত করেন দিয়েগো কস্তা।
টানা ১৩টি ম্যাচ জিতে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ১৯ ম্যাচে ৪৯।

৬৫তম মিনিটে অঁতনি মার্সিয়ালের সমতাসূচক গোলের পর জয় নিশ্চিত করেন পল পগবা।
ষষ্ঠ স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট হলো ৩৬।

২০ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে উঠে এসেছে লেস্টার।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়