মালদ্বীপকে উড়িয়ে ভলিবলের ফাইনালে বাংলাদেশ

মালদ্বীপকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলের শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 01:30 PM
Updated : 26 Dec 2016, 01:31 PM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার প্রথম ম্যাচে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শিরোপা মঞ্চে ওঠে কিরগিজস্তান।

মঙ্গলবার কিরগিজস্তানের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ-মালদ্বীপের প্রথম সেটের লড়াই দারুণ জমেছিল। তবে শেষ পর্যন্ত ৩০-২৮ পয়েন্টে জিতে এগিয়ে যায় জাবির-রাশেদরা।

দ্বিতীয় সেটের লড়াই ছিল একপেশে। সেখানে ২৫-১৬ পয়েন্টে জিতে শিরোপা মঞ্চে ওঠার পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় সেটে ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করেছিল মালদ্বীপ। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অতিথি দলটি হেরে যায় ২৮-২৬ ব্যবধানে।

আফগানিস্তানকে ৩-১ সেটে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছিল। তবে তৃতীয় ম্যাচে দারুণ লড়াই করে কিরজিস্তানের কাছে ৩-২ সেটে হারে জাবিররা।

ফাইনালে সেই কিরগিজস্তানকে পেলেও প্রতিশোধের কথা মুখে আনছেন না বাংলাদেশ অধিনায়ক সাঈদ আল জাবির। বরং আত্মবিশ্বাস দিয়ে অভিজ্ঞতার ঘাটতি পুষিয়ে নেওয়ার আশা তার।

“ফাইনালে উঠতে চেয়েছিলাম, সে স্বপ্ন পূরণ হয়েছে বলে খুশি। এখন আমাদের বড় স্বপ্ন পূরণ করার পালা। এখন লক্ষ্য একটাই-শিরোপা জেতা।”

“ওদের (কিরগিজস্তান) কাছে আমরা আগের ম্যাচে হেরেছিলাম বলে ফাইনালটা প্রতিশোধ হিসেবে নিচ্ছি না। ওরা আসলে অভিজ্ঞতায় আমাদের চেয়ে অনেক এগিয়ে। ওই ম্যাচে আমাদের ভাগ্যও খারাপ ছিল। অভিজ্ঞতার অভাবটা এবার আমরা আত্মবিশ্বাস দিয়ে পূরণ করে নিতে চাই।”