ব্লাটারের নিষেধাজ্ঞা বহাল

ফুটবলের সব ধরণের কর্মকাণ্ডে সাবেক ফিফা সভাপতি জেপ ব্লাটারের ৬ বছরের নিষেধাজ্ঞা বজায় রেখেছে ক্রীড়ার সর্বোচ্চ আদালত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2016, 02:48 PM
Updated : 5 Dec 2016, 02:48 PM

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে ১৭ বছর দায়িত্ব পালনের সময় দুর্নীতির অপরাধে ৮০ বছর বয়সী ব্লাটার ২০১৫ সালে নিষিদ্ধ হয়েছিলেন।

তদন্তে প্রমাণ হয়, ওই সময়ের ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো দিয়েছিলেন ব্লাটার। দুজনই অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।

কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) জানায়, প্লাতিনিকে দেওয়া ব্লাটারের এই অর্থের কোনো চুক্তিভিত্তিক ভিত্তি নেই।

সিএএস লিখিত রায়ে জানায়, ব্লাটার নিষেধাজ্ঞা বাতিলের অনুরোধ করেছিল কিন্তু শাস্তি কমানোর অনুরোধ করেনি। ব্লাটারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার শাস্তি যথার্থ বলে প্যানেল মনে করেছে।

দুর্নীতির অপরাধে গত ডিসেম্বরে ব্লাটার ও প্লাতিনিকে আট বছর নিষিদ্ধ করে ফিফা। পরে সংস্থাটির আপিল কমিটি শাস্তি কমিয়ে ছয় বছর করে।