বায়ার্নকে হারিয়ে রোস্তোভের চমক

বুন্ডেসলিগার শীর্ষস্থান হারানোর পর এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। দুর্বল দল রোস্তোভের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2016, 07:25 PM
Updated : 23 Nov 2016, 09:59 PM

বুধবার রাতে রাশিয়ার দলটির মাঠে দগলাস কস্তার নৈপুণ্যে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ানো স্বাগতিকরা আজমোনের নৈপুণ্যে সমতায় ফেরার পর দিমিত্রি পোলোজের গোলে এগিয়ে যায়। অল্প সময়ের ব্যবধানে হুয়ান বের্নাতের গোলে অতিথিরা সমতায় ফিরলেও ত্রিস্তিয়ান নোবোয়ার জয়সূচক গোলে চমক সৃষ্টি করে রোস্তোভ।

এই হারের ফলে গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা বায়ার্নের। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তারা।

গ্রুপের অন্য ম্যাচে আইন্দহোভেনকে ২-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। পাঁচ ম্যাচের সবকটিতে জেতা গতবারের রানার্সআপদের পয়েন্ট ১৫।

গত শনিবার ঘরোয়া লিগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে দ্বিতীয় স্থানে নেমে গেছে প্রতিযোগিতার গত চারবারের চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে ৩৬তম মিনিটে রক্ষণের ভুলের সুযোগে এগিয়ে যায় বায়ার্ন। বাঁ-দিক থেকে রেনাতো সানচেসের কোনাকুনি শট গোলরক্ষক কোনোমতে ঠেকানোর পর ফিরতি বল বিপদমুক্ত করতে গিয়ে ঠিকমতো পারলেন না সিজার নাভাস। ডান দিক দিয়ে ডি বক্সে ঢোকা কস্তা ফাঁকায় বল পেয়ে জোরালো শটে জালে জড়ান।

পাঁচ মিনিট পরেই দারুণ গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। কস্তার দুর্বল ব্যাক-পাস দিমিত্রি পোলোজ ধরে পাস দেন আজমোনকে। ইরানের এই ফরোয়ার্ড ডি বক্সে ঢুকে এক ঝটকায় জেরোমে বোয়াটেংকে ফেলে দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে লড়াই আরও জমে ওঠে। ৪৯তম মিনিটে জার্মান ডিফেন্ডার বোয়াটেং নিজেদের ডি বক্সে মিডফিল্ডার ক্রিস্তিয়ান নোবোয়াকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকেই স্বাগতিকদের এগিয়ে দেন রুশ ফরোয়ার্ড পোলোজ।

রোস্তোভের এগিয়ে যাওয়ার আনন্দও বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পরেই ফ্রাঙ্ক রিবেরির থ্রু পাস পেয়ে কাছ থেকে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ২-২ করেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান বের্নাত।

৬৬তম মিনিটে দারুণ ফ্রি-কিকে রোস্তোভের জয়সূচক গোলটি করেন একুয়েডরের মিডফিল্ডার নোবোয়া।

এই জয়ে তৃতীয় স্থানে থেকে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা জোরালো করলো রোস্তোভ। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৪। ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ডাচ ক্লাব আইন্দহোভেন।