দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের কোচ অ্যারেনা

নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ ব্রুস অ্যারেনাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2016, 08:47 PM
Updated : 22 Nov 2016, 08:47 PM

সম্প্রতি বরখাস্ত হওয়া ইয়ুর্গেন ক্লিন্সমানের স্থলাভিষিক্ত হবেন ৬৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক এই গোলরক্ষক।
 
এর আগে ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বদেশের জাতীয় দলের দায়িত্বে ছিলেন অ্যারেনা। তার অধীনে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায় যুক্তরাষ্ট্র; ২০০২ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠে দেশটি। অ্যারেনার প্রথম মেয়াদে ১৩০ ম্যাচে মোট ৭১টি জয় পায় যুক্তরাষ্ট্র।
 
ক্লাব ফুটবলেও দারুণ সফল কোচ অ্যারেনা। এলএ গ্যালাক্সি ও ডিসি ইউনাইটেডের হয়ে পাঁচবার এমএলএস শিরোপা জিতেছেন তিনি। 
 
আগামী ১ ডিসেম্বর নতুন মেয়াদে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে যোগ দেবেন বর্তমানে এলএ গ্যালাক্সির দায়িত্বে থাকা অ্যারেনা।
 
দলের বাজে পারফরম্যান্সের দায়ে সোমবার ক্লিন্সমানকে বরখাস্ত করে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। তখন থেকেই তার উত্তরসূরি হিসেবে অ্যারেনার যোগ দেওয়ার সম্ভাবনার খবর গণমাধ্যমে আসছিল।
 
ক্লিন্সমানের অধীনে ২০১৪ বিশ্বকাপে শেষ ষোলোতে খেলে যুক্তরাষ্ট্র। কিন্তু এবার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট না পাওয়া দলটি সবার নিচে আছে।