অঘটনের শিকার হয়ে ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন রাশিয়ান তারকা।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের কাছে আর্জেন্টিনার ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে দেশটির সমর্থকদের একটা অংশ দুয়ো দিয়েছিল হিগুয়াইনকে। পরের ম্যাচে কোচ এদগার্দো বাউসা তাকে খেলাননি। কলম্বিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করে হিগুয়াইনকে চাপে ফেলেন সেই ম্যাচে তার জায়গায় খেলা লুকাস প্রাত্তো।
সাভিওলা অবশ্য মনে করেন, আবার আর্জেন্টিনার সমর্থকদের মন জয় করে নেবেন ইউভেন্তুসের এই ফরোয়ার্ড।
“হিগুয়াইন যে ক্লাবগুলোতে খেলেছে সব জায়গাতেই তার সামর্থ্য দেখিয়ে এসেছে। তার গোল গড় খুব ভালো। সে তার আগের ক্লাব নাপোলির সর্বোচ্চ গোলদাতা ছিল। সে সব সময়ই তার দলের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে থাকে, ইউরোপের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যেও থাকে।”
“সব সময়ই চড়াই-উতরাই থাকে, কিন্তু এই অবস্থায় টিকে থাকার মতো যথেষ্ট মান তার আছে।”