জাতীয় দাবায় জমে উঠেছে রাকিব-রাজীবের লড়াই

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে সেরা হওয়ার লড়াই দারুণ জমে উঠেছে। দশম রাউন্ড শেষে সাড়ে ৮ করে পয়েন্ট নিয়ে দুই গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব যৌথভাবে শীর্ষে রয়েছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2016, 05:35 PM
Updated : 18 Nov 2016, 05:38 PM

বাংলাদেশ দাবা ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়,জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে দশম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার রাকিব ফিদে মাস্টার শেখ নাসির আহমেদকে আর গ্র্যান্ডমাস্টার রাজীব ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে হারান।

ফিদে মাস্টার তৈয়বুর রহমানের সঙ্গে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে ‍তৃতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এ রাউন্ডে ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে হারিয়েছেন। শাকিল ও তৈয়বুর সাড়ে ৬ করে পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে আর নিয়াজ ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন।  

প্রতিযোগিতার শিরোপাধারী ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ফিদে মাস্টার রেজাউল হককে হারিয়েছেন। সাড়ে ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন তিনি।

এছাড়া দশম রাউন্ডে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদের সাথে ড্র করেছেন।