খেলোয়াড়দের উপর বিশ্বাস হারাননি আর্জেন্টিনা কোচ

টানা ৪ ম্যাচে জয়হীন থাকা আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব পার হওয়া নিয়ে শঙ্কা দেখেছিলেন অনেকে। তবে কলম্বিয়াকে হারিয়ে লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল এদগার্দো বাউসার দল। দেশটির কোচ অবশ্য কখনোই লিওনেল মেসিদের উপর বিশ্বাস হারাননি বলে জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2016, 07:21 AM
Updated : 16 Nov 2016, 11:42 AM

ফ্রি-কিক থেকে দুর্দান্ত একটি গোল করা লিওনেল মেসি লুকাস প্রাত্তো আর আনহেল দি মারিয়ার দুটি গোলে সহায়তা করেন। তারকা এই ফরোয়ার্ডের নৈপুণ্যে সান হুয়ানে নিজেদের মাঠে বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

ম্যাচ শেষে বাউসা বলেন, “ম্যাচটি নিয়ে খেলোয়াড়দের সমস্যা হবে বলে আমি কখনোই মনে করিনি। তারা সব সময়ই আমার ঘনিষ্ঠ ছিল।”

দলের রক্ষণভাগ যেমন খেলেছে তাতে মুগ্ধ বাউসা।

“রক্ষণে আমরা ভালো করেছি আর কলম্বিয়া রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি।”

টানা জয়হীন থাকার সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। তবে এই সমালোচনার কোনো মানে খুঁজে পান না বাউসা।

“যারা দলকে অনেক দিয়েছে সেই খেলোয়াড়দের সমালোচনা করার মানে বুঝি না আমি।”

এই জয়ে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে।