জয়খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী গুয়ার্দিওলা

পেপ গুয়ার্দিওলার অধীনে দারুণ শুরুর পর টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ এই কোচের বিশ্বাস ঘুরে দাঁড়াবে তার দল; ভবিষ্যতে এর পুনরাবৃত্তিও আর হবে না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 10:39 AM
Updated : 27 Oct 2016, 10:40 AM

বুধবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নেয় গুয়ার্দিওলা কোচ হয়ে আসার পর প্রথম ১০ ম্যাচ জেতা সিটি।

ব্রিটিশ গণমাধ্যমকে গুয়ার্দিওলা বলেন, “আমরা উন্নতি করব। কখনও কখনও ফুটবলে এরকম ঘটে যে ম্যানেজার জেতে না। এটা প্রথমবার হয়েছে এবং আশা করি, এমনটা আর হবে না।”

“কিন্তু এটা আমাদের পেশার অংশ। কখনও আপনি জিতবেন আর কখনও হারবেন। এই ১৬ ম্যাচে আমি তা শিখেছি।”

বার্সেলোনার হয়ে চার বছরে ১৪টি শিরোপা জেতা গুয়ার্দিওলা বলেন, “প্রত্যেক দলেরই এমন টানা ভালো ফল ও খারাপ ফল আসে। তবে অবাক করা বিষয় হলো, এক জন ম্যানেজার হিসেবে (আমার ক্যারিয়ারে) সাত বছর পর এটা ঘটল”

শেষ ৬ ম্যাচে সিটি তিনটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। দলটি শেষ জয় পেয়েছে এক মাসেরও আগে। গত ২৪ সেপ্টেম্বর লিগে সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।

“হ্যা, ছয়টা ম্যাচ (জয়হীন)- ভালো পরিস্থিতি নয়। কিন্তু আমরা একটা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছি, এখনও তিনটাতে আছি আমরা। দেখি কি হয়। খেলোয়াড়দের নিয়ে আমি খুশি এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব।”