ডাচদের হারিয়ে শীর্ষে ফ্রান্স

কষ্টের জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপের শীর্ষে উঠেছে ফ্রান্স। পল পগবার একমাত্র গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছে ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2016, 09:39 PM
Updated : 10 Oct 2016, 09:50 PM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ওঠা ফ্রান্সের পয়েন্ট তিন ম্যাচে হলো ৭। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইডেন। বাছাইয়ে প্রথম হারের স্বাদ পাওয়া নেদারল্যান্ডস ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

নেদারল্যান্ডসের আমস্টারডাম অ্যারেনায় সোমবার রাতে ম্যাচের ৩০তম মিনিটে দারুণ এক গোলে ফ্রান্সকে এগিয়ে নেন পগবা। দিমিত্রি পায়েতের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ৩০ গজ দূর থেকে আচমকা শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

পিছিয়ে পড়া নেদারল্যান্ডস ৪২তম মিনিটে বক্সের মধ্যে পায়েতের ব্যক পাস লঁরা কোসিয়েনলির হাতে লাগলে জোরালো আবেদন করেও রেফারি সাড়া দেননি। ৬১তম মিনিটে রিক কার্সড্রপের শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের।

৬৬তম মিনিটে পগবার হেড ঠিকানা খুঁজে পেলে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারত ফ্রান্সও। তা না হলেও প্রথমার্ধের ওই এক গোলের সুবাদে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠে বুলগেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সুইডেন। নিজেদের মাঠে লুক্সেমবার্গের সঙ্গে ১-১ ড্র করেছে বেলারুশ।