ভুটান ম্যাচের বাংলাদেশ দলে ৮ ফরোয়ার্ড
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2016 05:35 PM BdST Updated: 05 Oct 2016 07:38 PM BdST
প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে ভুটানকে হারানোর ছক কষছেন টম সেইন্টফিট। ছক বাস্তবায়নে সাত ডিফেন্ডার ও আট ফরোয়ার্ড রেখে ২৩ জনের চূড়ান্ত দল দিয়েছেন বাংলাদেশের কোচ।
আগামী ১০ অক্টোবর থিম্পুতে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। গত সেপ্টেম্বর ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
সমুদ্রপৃষ্ঠ থেকে থিম্পুর বেশি উচ্চতার বিষয়টি মাথায় রেখে বলের পেছনে না ছুটে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলার কৌশলের কথা আগেই জানিয়েছিলেন সেইন্টফিট। বুধবার চূড়ান্ত দল দেওয়ার পর একই কথা জানালেন তিনি।
প্রাথমিক দলে থাকা একেবারেই নতুন মুখ সাদ উদ্দিন ও সারোয়ার জাহান নিপুর ঠাঁই হয়নি চূড়ান্ত দলে। কৌশলের সঙ্গে ‘যায় না’ বলে আগে থেকে বাদ নির্ভরযোগ্য মিডফিল্ডার জামাল ভূইয়া; ঠাঁই হয়নি ডিফেন্ডার ইয়াসিন খানেরও।
চূড়ান্ত দলে ফিরেছেন ছয় জন-মামুন খান, মোহাম্মদ নেহাল, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, এনামুল হক ও জাহিদ হাসান এমিলি। বাদ পড়েছেন দিদারুল ইসলাম, শহিদুল আলম, মনসুর আমিন, মেহেদী হাসান তপু, আরিফুল ইসলাম, নাবীব নেওয়াজ জীবন।


এমিলির ফেরা নিয়ে সেইন্টফিট বলেন, “সে অনেক দিন দলের বাইরে ছিল। জাতীয় দলের হয়ে তার গোল ১৭টি, সে বাংলাদেশের সেরা স্ট্রাইকার। সেই অন্যতম স্ট্রাইকার, যার খেলার মতো মান আছে। আমাদের যে স্ট্রাইকার ছিল, ভুটানের বিপক্ষে প্রথম লেগে তারা ফর্মে ছিল না।”
২৩ জনের চূড়ান্ত দল:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, মামুন খান, মোহাম্মদ নেহাল।
ডিফেন্ডার: তপু বর্মন, মামুন মিয়া, আতিকুর রহমান ফাদাহ, রায়হান হাসান, রেজাউল করিম, এনামুল হক শরীফ, আতিকুর রহমান মিশু।
মিডফিল্ডার: হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ইমন মাহামুদ, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ আব্দুল্লাহ।
ফরোয়ার্ড: রুবেল মিয়া, এনামুল হক, জুয়েল রানা, জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত হোসেন রনি, জাফর ইকবাল, মেহবুব হাসান নয়ন ও সোহেল রানা।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’