বার্সার বিপক্ষে শিষ্যদের ঘুরে দাঁড়ানোয় মুগ্ধ সিমেওনে

বার্সেলোনার বিপক্ষে পিছিয়ে পড়ার পরও অঁতোয়ান গ্রিজমান-কোকেরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2016, 01:36 PM
Updated : 22 Sept 2016, 01:38 PM

কাম্প নউতে গত বুধবার লা লিগায় ইভান রাকিতিচের প্রথমার্ধের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আনহেল দি কোররেয়ার গোলে ১-১ এ ড্র করে মাঠ ছাড়ে আতলেতিকো।

একটি পয়েন্ট এনে দিতে পারায় শিষ্যদের প্রশংসায় ভাসান সিমেওনে।

“কাম্প নউয়ে ইতিবাচক কিছু করা আমাদের জন্য সব সময়ই কঠিন। প্রথমার্ধে আমরা ভালো রক্ষণ করেছি, কিন্তু প্রতিআক্রমণ করতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা আরও বেশি বিপজ্জনক হয়ে উঠি।”

পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে আতলেতিকো। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।

বুধবার ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করা রিয়াল ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া।