ব্রাদার্সের কাছে হেরে এখনও জয়হীন শেখ রাসেল

কোচ শফিকুল ইসলাম মানিকের হাত ধরে নতুন শুরুর স্বপ্ন দেখেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। কিন্তু ফরোয়ার্ডদের সীমাহীন ব্যর্থতায় স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আরেকটি হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ল দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2016, 03:45 PM
Updated : 20 Sept 2016, 03:45 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের কাছে ৩-১ গোলে হেরেছে শেখ রাসেল। লিগে এ নিয়ে সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হারল দলটি; অন্য ম্যাচটি হয় ড্র। অন্যদিকে নতুন কোচ সৈয়দ নাইমুদ্দিনের হাত ধরে প্রথম জয় পাওয়া ব্রাদার্সের সাত ম্যাচে পয়েন্ট ৮।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত শেখ রাসেল। কিন্তু মোনায়েম খান রাজু প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাড়ানোর পর গোলরক্ষককে একা পেয়েও তালগোল পাকিয়ে গোলের সুযোগ নষ্ট করেন পল এমিল।

দ্বাদশ মিনিটে কৃষ্ণ পদ শেখ রাসেলের মিঠুন চৌধূরীকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এগিয়ে যাওয়ার সুযোগটি ইকাঙ্গা পোস্টের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন।

সপ্তদশ মিনিটে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় ব্রাদার্স। সতীর্থের বাড়ানো বল ধরে আগুয়ান গোলরক্ষককে কোনাকুনি শটে পরাস্ত করেন এনকোচা কিংসলে।

২১তম মিনিটে পল এমিল ও নাসিরুল ইসলাম দুজনেই সহজ সুযোগ হেলায় হারান। এমিলের শট আগুয়ান গোলরক্ষকের গায়ে লাগার পর নাসিরুলের দুর্বল প্রচেষ্টা ফেরান ব্রাদার্সের এক ডিফেন্ডার।

২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণের নষ্ট করেন কিংসলে। ইমতিয়াজ সুলতান জিতুর রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে শট নিতে দেরি করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত কিংসলের শট সোজা গোলরক্ষকের গায়ে লেগে ফেরে।

তিন মিনিট পর ঠিকই স্কোরলাইন ২-০ করে নেয় ব্রাদার্স। অগাস্টিন ওয়ালসনের দূরপাল্লার ফ্রি কিক বিপ্লব ভট্টাচার্যকে বোকা বানিয়ে ঠিকানা খুঁজে পায়।

৫৫তম মিনিটে অধরা গোলের দেখা পায় শেখ রাসেল। রাজু থেকে পল এমিল হয়ে বক্সের মধ্যে পেয়ে যান শাখাওয়াত হোসেন রনি। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। একটু পর পল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মেরে সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন।

৬৫তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি ওয়াসলন। বিপ্লবকে কাটাতে গিয়ে বল হারান হাইতির এই ফরোয়ার্ড। তবে শেষ মূহূর্তে ওয়ালসনই স্কোরলাইন ৩-১ করেন মাপা শটে।

মঙ্গলবার প্রথম ম্যাচে ফরোয়ার্ডদের ব্যর্থতায় আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করে চট্টগ্রাম আবাহনী।