জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু ইতালির

জয় দিয়ে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে ইতালি। নতুন কোচ জামপিয়েরো ভেনতুরার অধীনে প্রথম ম্যাচে প্রতিযোগিতামূলক ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2016, 09:23 PM
Updated : 6 Sept 2016, 02:37 PM

ইতালির জয়ে গোল তিনটি করেন গ্রাৎসিয়ানো পেল্লে, আনতোনিও কানদ্রেভা ও চিরো ইম্মোবিলে।

সোমবার হাইফায় আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালিকে চমকে দেওয়ার চেষ্টা করে ইসরায়েল। তবে ঠাণ্ডা মাথায় ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় অতিথিরা।

চতুর্দশ মিনিটে দলকে এগিয়ে নেন পেল্লে। লুকা আনতোনেল্লির কাছ থেকে বল পাওয়ার পর তার খুব বেশি কিছু করার দরকার ছিল না।   

৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কানদ্রেভা। বেন বিটন জিয়াকোমো বোনাভেনচুরাকে ফাউল করলে পেনাল্টি পায় ইতালি। গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে জাল খুঁজে নেন কানদ্রেভা।

খেলার ধারার বিপরীতে জর্জো কিয়েল্লিনির ভুলে ৩৫তম মিনিটে ব্যবধান কমায় ইসরায়েল। ইতালির ডিফেন্ডার বল হারানোর পর ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তাল বেন চাইম। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না জানলুইজি বুফ্ফনের।

৫৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে কিয়েল্লিনি মাঠ ছাড়লে উজ্জ্বীবিত হয়ে উঠে ইসরায়েল। একের পর এক আক্রমণে ইতালির রক্ষণ আর বুফ্ফনের সামর্থ্যের পরীক্ষা নেয় তারা। তবে ইতলির জালে আর বল পাঠাতে পারেনি তারা।

উল্টো ৮৩তম মিনিটে ইসরায়েলের জালে বল পাঠিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন ইম্মোবিলে।

‘জি’ গ্রুপের অন্য ম্যাচে লিখটেনস্টেইনকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। অন্য ম্যাচে আলবেনিয়া ২-১ গোলে হারিয়েছে মেসিডোনিয়াকে।

এদিকে, ‘ডি’ গ্রুপে গ্যারেথ বেলের জোড়া গোলে মলদোভাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েলস।