শেষ ষোলোতে নাদাল, জোকোভিচ

ইউএস ওপেনের শেষ ষোলোতে উঠেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ আর টুর্নামেন্টের চতুর্থ বাছাই রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2016, 11:51 AM
Updated : 3 Sept 2016, 11:51 AM

কব্জির চোটের কারণে উইম্বলডনে খেলতে না পারা নাদাল বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে এখন পর্যন্ত কোনো সেট হারেননি। নিউ ইয়র্কে গত শুক্রবার তৃতীয় রাউন্ডে রাশিয়ার আন্দ্রেই কুজনেতসভকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারান ১৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা স্পেনের এই তারকা।

ইউএস ওপেনের গত বছরের চ্যাম্পিয়ন জোকোভিচকে তৃতীয় রাউন্ডের বাধা পেরোতে কোর্টে বেশিক্ষণ কাটাতে হয়নি। প্রথম সেট শেষ না করেই তার প্রতিপক্ষ রাশিয়ার মিখাইল ইউঝনি অবসর নিলে চতুর্থ রাউন্ডে উঠে যান ১২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে ওয়াকওভার পেয়েছিলেন সার্বিয়ার এই তারকা।

তৃতীয় রাউন্ডের বাধা পেরোতে পারেননি যুক্তরাষ্ট্রের জন ইসনার ও ক্রোয়েশিয়ার মারিন সিলিচ। ব্রিটেনের কাইল এডমুন্ডের কাছে ৬-৪, ৩-৬, ৬-২, ৭-৬ গেমে হারেন ইসনার। আর সিলিচ যুক্তরাষ্ট্রের জ্যাক সকের কাছে হারেন ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে। 
গত শুক্রবার মেয়েদের এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন জার্মানির আঞ্জেলিক কেরবার, যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস, ডেনমার্কের কারোলিন ওজনিয়াকি, ব্রিটেনের ইয়োহানা কন্তা, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।