রোনালদো নয়, গত মৌসুমের সেরা গ্রিজমান: সিমেওনে

উয়েফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর কাছে হারলেও অঁতোয়ান গ্রিজমান গত মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড় ছিলেন বলে মনে করেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 01:20 PM
Updated : 26 August 2016, 01:20 PM

ক্লাব সতীর্থ গ্যারেথ বেল ও গ্রিজমানকে পিছনে ফেলে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও দেশের হয়ে ইউরো জেতা রোনালদো।

এক্ষেত্রে আতলেতিকো মাদ্রিদের কোচ সিমেওনের বিশ্বাস, শিরোপা সাফল্যই রোনালদোকে এই পুরস্কার এনে দিয়েছে। কিন্তু দেশের মাটিতে ইউরোয় ৬ গোল করে গোল্ডেন বুট জেতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া গ্রিজমানই বছর জুড়ে ইউরোপের সেরা ফু্টবলার ছিলেন বলে মনে করেন তিনি।

“সে এক জন ফল নির্ধারক খেলোয়াড়, নিশ্চিতভাবেই বিশ্বের সেরা তিনের এক জন।”

“যেই জিতুক না কেন, সে তার যোগ্য। রোনালদোকে শুভেচ্ছা। আরও একবার দলগত (সাফল্য) ব্যক্তিগত (অর্জনে) ভূমিকা রাখল।”

“সে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো ২০১৬ জিতেছে এবং পরিষ্কারভাবে তা তাকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে। কিন্তু আমার মতে, নি:সন্দেহে গ্রিজমান সেরা ছিল।”

“দুর্ভাগ্যবশত সে ইউরো অথবা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। সেক্ষেত্রে রোনালদো যৌক্তিকভাবে জিতেছে।”

গত মে মাসে রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে যায় গ্রিজমানের দল আতলেতিকো। পরে ইউরোর ফাইনালে রোনালদোর দেশ পর্তুগালের কাছে ফ্রান্সের হারে আরেকবার স্বপ্ন ভাঙে গ্রিজমানের।