তুরস্ককে রিওর প্রথম সোনা এনে দিলেন তাহা

অবশেষে রিও দে জেনেইরো অলিম্পিকে সোনা জিতল তুরস্ক। ছেলেদের রেসলিংয়ের ১২৫ কেজি ওজনশ্রেণির ফ্রিস্টাইলে সোনা জিতেছেন তাহা আকগুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 02:58 PM
Updated : 21 August 2016, 03:00 PM
গেমসের পঞ্চদশ দিনে ইরানের কোমেইল ঘাসেমিকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেনা জিতেছেন ২০১২ সালের লন্ডন অলিম্পিকে নবম হওয়া তাহা। এ নিয়ে রিওর আসর থেকে পাঁচটি পদক জিতল তুরস্কের কুস্তিগীররা। আগের চারটির মধ্যে ছিল দুটি করে রুপা ও ব্রোঞ্জ।

বেলারুসের ইব্রাহিম সাইদাও ও জর্জিয়ার জেনো পেত্রিয়াশভিলি পেয়েছেন এই ইভেন্টের ব্রোঞ্জ।

৮৬ কেজি ফ্রিস্টাইলের সোনা রাশিয়ার আব্দুলরশিদ

তুরস্কের সেলিম ইয়াসারকে ৩-০ ব্যবধানে হারিয়ে ছেলেদের ফ্রিস্টাইল ৮৬ কেজি ওজনশ্রেণির কুস্তির সোনা জিতেছেন রাশিয়ার আব্দুলরশিদ সাদুলায়েভ।

২০১৫ সালে লাস ভেগাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ইয়াসারকে হারিয়ে সেরা হয়েছিলেন আব্দুলরশিদ। এ নিয়ে রিও দে জেনেইরো অলিম্পিকে কুস্তি থেকে তিনটি সোনা জিতল রাশিয়া।

আজারবাইজানের শরিফ শারিফোভ ও যুক্তরাষ্ট্রের জেডেন কক্স জিতেছেন এই ইভেন্টের ব্রোঞ্জ।