মেয়েদের ট্রায়াথলনে সেরা যুক্তরাষ্ট্রের জর্গেনসেন

লন্ডন অলিম্পিকে পাওয়া ট্রায়াথলনের সোনা রিও দে জেনেইরোতে ধরে রাখতে পারেননি নিকোলা স্পিরিগ। সুইজারল্যান্ডের এই অ্যাথলেটকে পেছনে ফেলে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের গুয়েন জর্গেনসেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 12:50 PM
Updated : 21 August 2016, 12:50 PM

২০০০ সালের সিডনি অলিম্পিকে ট্রায়াথলন যোগ হওয়ার পর এই ইভেন্টে প্রথম সোনা পেল যুক্তরাষ্ট্র।

এক ঘণ্টা ৫৬ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে ১ হাজার ৫০০ মিটার সাঁতার ও ৪০ কিলোমিটার সাইক্লিং ও ১০ কিলোমিটার দৌড় শেষ করে সোনা জেতেন বিশ্বচ্যাম্পিয়ন জর্গেনসেন।
নিকোলা এক ঘণ্টা ৫৬ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রুপা। যুক্তরাজ্যের ভিকি হল্যান্ড এক ঘণ্টা ৫৭ মিনিট ০১ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।