ওয়াটার পোলোতে যুক্তরাষ্ট্রের মেয়েদের ইতিহাস

রিও গেমসে মেয়েদের ওয়াটার পোলোয় সোনার পদক জিতেছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের ফাইনালে ইতালিকে ১২-৫ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছে লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 11:05 AM
Updated : 20 August 2016, 11:05 AM
রিও দে জেনেইরো অলিম্পিকের চতুর্দশ দিনে হওয়া ফাইনালে যুক্তরাষ্ট্রের সাফল্যের পিছনে বড় অবদান গোলরক্ষক অ্যাশলি জনসনের। গতিময় একটি পেনাল্টি শটসহ প্রতিপক্ষের অনেকগুলো গোলের প্রচেষ্টা ঠেকিয়ে দেন তিনি।

এই জয়ে প্রথম দল হিসেবে টানা দুবার সোনা জেতার পাশাপাশি আরেকটি কীর্তি গড়েছে যুক্তরাষ্ট্র। ২০০০ সালে অলিম্পিকে মেয়েদের ওয়াটার পোলো যুক্ত হওয়ার পর থেকে প্রতিবারই পদক পেয়েছে তারা।

ফাইনালের আগে রাশিয়ার মেয়েরা হাঙ্গেরিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।