জন্মদিনে সোনা জিতলেন ফ্রান্সের মোসলি

জন্মদিনে নিজেকে সেরা উপহারটাই দিলেন এসতেল মোসলি। রিও দে জেনেইরো অলিম্পিকে মেয়েদের ৬০ কেজি ওজনশ্রেণিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কঠিন লড়াইয়ের পর সোনা জিতেছেন ফ্রান্সের এই বক্সার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 07:07 AM
Updated : 16 Oct 2016, 10:50 AM
রিও গেমসের চতুর্দশ দিন শুক্রবার লাইটওয়েট বক্সিংয়ের ফাইনালে চীনের ইন জুনহুয়াকে ২-১ ব্যবধানে হারান ২৪ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন মোসলি।

২০১২ সালে লন্ডন অলিম্পিকে মেয়েদের বক্সিং অন্তর্ভুক্ত হওয়ার পর এই প্রথম ফরাসি কেনো নারী সোনা জিতল।

একই রিংয়ে প্রেমিক টনি ইয়োকোকে সুপার-হেভিওয়েট বক্সিংয়ের ফাইনালে উঠতে দেখেন মোসলি। এরপর আসে তার নিজের সাফল্য। এবার ইয়োকো সোনা জিতলেই এ জুটির আনন্দ বহুগুণে বেড়ে যাবে।

সোনার জয়ের প্রতিক্রিয়ায় মোসলি বলেন, “এটা জন্মদিনের দারুণ উপহার। পড়ালেখা এবং কাজের মধ্যেই অনেকগুলো বছরের ত্যাগ, শ্রম, কঠোর পরিশ্রমের পুরস্কার এটা।”