৫০ কিলোমিটার হাঁটায় সোনা ততের

গত অলিম্পিকের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জ্যারেড ট্যালেন্টকে পেছনে ফেলে ৫০ কিলোমিটার হাঁটায় সোনার পদক জিতেছেন স্লোভাকিয়ার মাতেই তত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 03:49 PM
Updated : 19 August 2016, 03:49 PM

রিও দে জেনেইরো অলিম্পিকের চতুর্দশ দিন শুক্রবার রেসের শেষ সার্কিটে ট্যালেন্টকে ছাড়িয়ে যান তত। শেষ পর্যন্ত ৩ ঘণ্টা ৪০ মিনিট ৫৮ সেকেন্ডে ফিনিশিং লাইনের ফিতে স্পর্শ করেন ৩৩ বছর বয়সী এই সাংবাদিক।

চতুর্থ অলিম্পিকে এসে প্রথম পদক পেলেন গত বছর বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা তত।

১৮ সেকেন্ড পেছনে থেকে রুপা জেতেন ট্যালেন্ট। প্রথমবারের মতো অলিম্পিকে আসা জাপানের হিরুকি আরাই ব্রোঞ্জ পেয়েছেন।

এই নিয়ে টানা তৃতীয় অলিম্পিকে দ্বিতীয় স্থানে থেকে ফিনিশিং লাইন পার হলেন ট্যালেন্ট। তবে লন্ডনে ডোপিংয়ের অপরাধে সোনা জয়ী রাশিয়ার সের্গেই কির্দিয়াপকিনের পদক কেড়ে নিয়ে এ বছরের শুরুতে মেলবোর্নে এক বিশেষ অনুষ্ঠানে ট্যালেন্টকে দেওয়া হয়।