তায়কোয়ান্দোতে ইতিহাস জর্ডানের আবুঘানুসের

জর্ডানকে অলিম্পিক ইতিহাসের প্রথম পদক এনে দিয়েছেন আহমেদ আবুঘানুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 09:29 AM
Updated : 19 August 2016, 11:17 AM
রিও গেমসের ত্রয়োদশ দিনে ছেলেদের তায়কোয়ান্দোর ৬৮ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন আবুঘানুস। ফাইনালে ১০-৬ পয়েন্ট ব্যবধানে রাশিয়ার আলেক্সেই দেনিসেঙ্কোকে হারান তিনি।

দক্ষিণ কোরিয়ার লি দায়েহুন ও স্পেনের হোয়েল গনসালেস বোনিয়া ব্রোঞ্জ পেয়েছেন।

সোনা ধরে রাখলেন জোন্স

মেয়েদের তায়কোয়ান্দোর ৫৭ কেজি ওজনশ্রেণির সোনা ধরে রেখেছেন জেইড জোন্স। লন্ডনের পর রিও দে জেনেইরো অলিম্পিকেও সেরা হয়েছে যুক্তরাজ্যের এই অ্যাথলেট।

স্পেনের ইভা কালভো গোমেসকে ১৭-৭ পয়েন্টে হারিয়ে সেরা হন জোন্স। তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষের মাথায় দুটি কিক মারার পরই সোনা নিশ্চিত হয়ে যায় ওয়েলসের ২৩ বছর বয়সী এই অ্যাথলেটের। এ নিয়ে রিও আসরে যুক্তরাজ্যকে ওয়েলসের অ্যাথলেটরা ১০টি পদক এনে দিলেন, যার মধ্যে চারটি সোনা।

মিশরের হেদায়া মালাক ওয়াহবা ও ইরানের কিমিয়া আলিজাদেহ জেনুরিন এই ইভেন্টের ব্রোঞ্জ জিতেছেন।