ডাইভিংয়ে চীনের ষষ্ঠ সোনা

ডাইভিংয়ে আরেকটি সোনার পদক জিতেছে চীন। মেয়েদের একক ১০ মিটার প্ল্যাটফর্মে স্বদেশি শি ইয়াজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন টিনএজার রেন কিয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 03:09 AM
Updated : 19 August 2016, 03:09 AM
রিও গেমসের ত্রয়োদশ দিন বৃহস্পতিবার ফাইনালে এক ডাইভে সর্বোচ্চ ৯৪.০৫ পয়েন্ট করা ১৫ বছর বয়সী রেন সর্বমোট ৪৩৯.২৫ স্কোর করে সোনা জেতেন। তার সতীর্থ ১৭ বছর বয়সী শি ৪১৯.৪০ স্কোর করে রুপা জেতেন।

সিনক্রোনাইজড ইভেন্টে ব্রোঞ্জ জেতা কানাডার মেগান বেনফেইটো এখানেও ব্রোঞ্জ জেতেন ৩৮৯.২০ পয়েন্ট নিয়ে।

রিও গেমসের ডাইভিংয়ে মোট আট ইভেন্টের মধ্যে এখন পর্যন্ত শেষ হওয়া সাতটির ছয়টিতেই সোনা জিতল চীন। এর মধ্যে মেয়েদের চারটির মধ্যে চারটিতেই। আগামী শুক্রবার পুরুষ ১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালেও ফেভারিট লন্ডন অলিম্পিকে ছয়টিতে সোনা জেতা দেশটি।